সকাল নারায়ণগঞ্জ: কুতুববাগ দরবার শরীফের ঐতিহাসিক মহাপবিত্র ওরস ও বিশ্বজাকের ইজতেমা ২০২০ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২০ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, কুতুববাগ দরবার শরীফের খাদেম মোঃ নাসিরউদ্দিন, খাদেম মুফতী মোঃ গোলাম আম্বিয়া প্রমুখ।
সংবাদ সম্মেলনে কুতুববাগ দরবার শরীফের খাদেম মোঃ নাসিরউদ্দিন জানান, কুতুববাগ দরবার শরীফের ঐতিহাসিক মহাপবিত্র ওরস ও বিশ্বজাকের ইজতেমা ২০২০ এর তারিখ নির্ধারিত হয়েছে আগমী ৩০ ও ৩১শে জানুয়ারি বৃহস্পতিবার ও শুক্রবার। এই মহাপবিত্র ওরস ও বিশ্বজাকের ইজতেমায় যোগ দিচ্ছেন আমাদের ধর্মপ্রাণ লাখো জাকের-মুরিদ ভক্ত আশেকান৷ বৃহস্পতিবার বাদ ফরজ পবিত্র ফাতেহা শরীফ ও কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে শুরু হবে এই দ্বীনি জলসা। ৩১শে জানুয়ারি(শুক্রবার) বাদ জুমা আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে এই ওরস শরীফ ও বিশ্বজাকের ইজতেমা। জুমার আগে কোরআন হাদিস ও ইজমা, কিয়াসের আলোকে শরিয়ত-তরিকত,হাকিকত ও মারেফত বিষয়ে মহা মূল্যবান নসিহতবাণী পেশ করবেন জামানার মোজাদ্দেদ হেদায়েতের হাদী কুতুববাগ দরবার শরীফের পীর ও মোর্শেদ হযরত সৈয়দ জাকির শাহ নকশবন্দি মোজাদ্দেদি কুতুববাগ কেবলাজান।
এবারের ওরস শরীফের বড় তাৎপর্য হচ্ছে এই যে, এবারই প্রথম ভারতের পাঞ্জাব প্রদেশে অবস্থিত মোজাদ্দেদিয়া তরিকার ইমাম হযরত মোজাদ্দেদ আল ফেসানী (রহ.) এর দরবার শরীফের গদিনশিন পীর ও খলিফা হযরত সৈয়দ মোহাম্মদ সাদিক রেজা মোজাদ্দেদি সাহেব দরবারের একটি ওলামামিশন নিয়ে এ ওরস উপলক্ষে বাংলাদেশে তাসরিফ আনবেন। তিনিই শুক্রবার বাদজুমা বিশ্বশান্তি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় আখেরী মোনাজাত পরিচালনা করবেন।