নারায়ণগঞ্জে ব্যাপক হারে বেড়েছে মাদক ব্যবসা। এখন হাত বাড়ালেই মিলে মাদক। শিশু কিশোর থেকে শুরু করে আশি বছরের বৃদ্ধা এই মাদক ব্যবসার সাথে জড়িত। এছাড়াও মাদক ব্যবসা নিয়ন্ত্রণের জন্য নারায়নগঞ্জে অর্ধশতাধিক স্পট রয়েছে। এসব স্পট গুলোতে গডফাদারদের নিয়ন্ত্রণে চলে মাদক ব্যবসা।
নারায়ণগঞ্জ শহরের খানপুর মেট্রোহলে অবস্থিত কুমুদিনী বাগান থেকে মাদক ব্যবসায়ীদের উচ্ছেদ করা হলেও বর্তমানে ট্রাফিক পুলিশের অফিসের সামনে চায়ের দোকানগুলোর আড়ালে চলছে ইয়াবা,গাজা,হেরোইন সহ অন্যান্য মাদক ব্যবসা।
অনুসন্ধানে দেখা গেছে, মাদকের বিরুদ্ধে বিভিন্ন সময়ে প্রশাসনের অভিযান অব্যাহত থাকলেও মাদক নিমুল করা এখনও সম্ভব হয়নি। কারণ মূল হোতাদের চিহিৃত করতে ব্যর্থ নারায়ণগঞ্জ প্রশাসন। এছাড়াও এই মাদক ব্যবসাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে অনেক বড় বড় লোম হর্ষক ঘটনাও ঘটছে।
গোপন সূত্রে জানা যায় আমলাপাড়ার মাদক ব্যবসায়ী শুভ ও জুনুর শেল্টারে একদল মাদক ব্যবসায়ী রাতের আধারে ট্রাফিক পুলিশের অফিসের সামনে,খানপুর,আমলাপাড়ায় চলছে মাদক ব্যবসা।