নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
বুধবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার বরপা বাস্ট্যান্ড এলাকায় নিউ তাজমহল ব্রেড এন্ড বেকারীকে এ জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান। এসময় কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক বিল্লাল হোসেন রবিন ও জেলা পুলিশের একটি টিম।
সেলিমুজ্জামান জানান, অস্বাস্থ্যকর পরিবেশ, উৎপাদিত পণ্যের গায়ে উৎপাদনের তারিখ, মূল্য না থাকায় নিউ তাজমহল ব্রেড এন্ড বেকারীকে ভোক্তা অধিকার আইনের ৩৭ ধারায় ২০ হাজার টাকা ও ৪৩ ধারায় ৩০ হাজার টাকা মোট ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।