জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে বিদ্যানিকেতন হাই স্কুলে আলোচনা সভা, দোয়া মাহফিল, চিত্রাংকন প্রতিযোগিতা এবং শেখ রাসেলের উপর নির্মিত প্রামান্য চলচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে বিদ্যানিকেতন হাই স্কুলের মাঠে শেখ রাসেলের প্রতিকৃতিতে বিদ্যালয়ের পরিচালনা পরিষদ, শিক্ষক এবং শিক্ষার্থীদের পুস্পস্তবক অপর্নের মধ্য দিয়ে জন্মদিনের অনুষ্ঠান শুরু হয়।
এসময় শেখ রাসেলের জীবনী নিয়ে আলোচনা করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা ও শিক্ষক সালমা আক্তার। পরে শেখ রাসেল সহ ১৯৭৫ সালের ১৫আগষ্ট বঙ্গবন্ধু পরিবারের নিহত সকলের জন্য দোয়া করা হয়। এরপর বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থীদের জন্য শেখ রাসেলের জীবনী নিয়ে নির্মিত প্রামান্য চলচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।