জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন তথা শেখ রাসেল দিবস উপলক্ষ্যে নানা কর্মসুচি পালন করেছে সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের ৪৫নং ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সরকারি নির্দেশনার আলোকে মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে বিদ্যালয়ে এ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের অংশগ্রহনে চিত্রাঙ্কনসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা। এরপর অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। তাঁর আগে কেক কেটে শিশু শিক্ষার্থীদের খাইয়ে দিয়ে উদযাপন হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮ তম জন্ম দিবস উপলক্ষ্যে বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত করা হয়েছে।
৪৫নং ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা (এসএমসি) সভাপতি ইঞ্জিনিয়ার নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী।প্রধান বক্তা ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সোনারগাঁ শাখার সভাপতি রাসেল আহমেদ।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবদুল হালিম মাষ্টার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সোনারগাঁ শাখা দপ্তর সম্পাদক পাঁখি,বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল গাফফার, হাজী জিন্নাত আলী, বিদ্যালয়ের দাতা সদস্য আলী আকবর ভূঁইয়া, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সোনারগাঁ পৌরসভার সাধারণ সম্পাদক আলমগীর আহমেদ ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য সনিয়া আক্তার।
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত মজিবুর রহমান, সহকারি শিক্ষক তাজুল ইসলাম ,সহকারি শিক্ষিকা মিনারা,নলাকী,নহাফসা এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয় ব্যবস্থাপনা (এসএমসি) কমিটির সদস্য, অভিভাবক ও বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কনসহ প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।