সারা দেশে ব্যাটারিচালিত ইজিবাইক বন্ধের জন্য হাইকোর্টের নির্দেশনা রয়েছে। এ ছাড়া এসব ইজিবাইক বা থ্রি-হুইলার আমদানি এবং বেচাকেনাও নিষিদ্ধ করা হয়েছে। বর্তমানে দেশে কয়েক লাখ ইজিবাইক রয়েছে। সড়কে চলাচলের জন্য তো নিরাপদ নয়ই, মানুষের স্বাস্থ্যের জন্যও ক্ষতিকারক এসব ব্যাটারিচালিত ইজিবাইক। ইজিবাইকগুলোতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যাটারি চার্জ করা হয়।
নিষেধাজ্ঞা অমান্য করে নারায়নগঞ্জের প্রধান সড়কে তিন চাকার যানবাহন চলাচল করছে। ফলে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
ঝুঁকি এড়াতে সড়কে তিন চাকার অটোরিকশা না চালাতে বিভিন্ন নিষেধাজ্ঞা থাকার পরো সেই নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অটোরিকশা চালিয়েই যাচ্ছেন চালকরা।
নারায়ণগঞ্জের প্রতিটি এলাকায় অবাধে চলাচল করছে ব্যাটারিচালিত অটোরিকশা, রিকশা ও ভ্যান।
নারায়নগঞ্জের প্রধান সড়কের ওপরেই সারি সারি ব্যাটারিচালিত অটোরিকশা দাঁড়িয়ে আছে। অনেকটা অঘোষিত অটো স্ট্যান্ড। সেখান থেকে চালকরা ডেকে ডেকে যাত্রী তুলছেন। সেখান থেকে প্রধান সড়ক দিয়ে বিভিন্ন গন্তব্যে ছুটছেন তারা।
স্থানীয়রা জানান, ট্রাফিক পুলিশকে ম্যানেজ করে এসব তিন চাকার বাহন চলছে সড়কে।
বাসচালক আজীজ মিয়া বলেন, ‘এই রিকশার লেইগ্যা আমাগো অনেক সমস্যা হয়। এই ধরেন গাড়িতে যাত্রী উডামু হুট কইরা একটা রিকশা ডাইন মুর দিয়া নাইলে বাম মুর দিয়া আইয়া পরে, এডির ব্রেক ও ঠিক নাই রাস্তা খালি পাইলে জোড়ে টান দিয়া আহে পরে আর ব্রেক ধরতে পারে না এক্কারে গাড়ির পিছে আইয়া মাইরা দেয়।’