নারায়নগঞ্জের নবীগঞ্জ,বন্দর,ইস্পাহানি ও বরফকল ঘাটে নৌকার মাঝিদের অতিরিক্ত যাত্রী বুজাই করে পারাপারের কারনে কিছু দিন পরপরই ঘটছে নৌকা ডুবির মত ঘটনা।এতে প্রান হারাচ্ছে অসংখ্য নিরীহ মানুষ।
গত দুই দিন আগে নবীগঞ্জ ঘাটে অতিরিক্ত যাত্রী নিয়ে নৌকা পারাপারের সময় ১১ জন যাত্রীসহ নৌকা ডুবির ঘটনা ঘটলেও প্রানে বেচেঁ যান ৯ জন যাত্রী আর মারা যান খানপুর এলাকার ৩ জন বন্ধু।
অতিরিক্ত টাকার লোভ করে নৌকার মাঝিদের এই রকম অতিরিক্ত যাত্রী বোঝাই করে নৌকা ছাড়ার কারনেই এইরকম ঘটনা ঘটছে বলে মনে করেন সুশীল সমাজ।
নৌকা পারাপার হওয়া যাত্রীরা জানান,নৌ-পুলিশ এবং ম্যাজিস্ট্রেট যদি এই সকল নৌকার মাঝিদের উপর ঘাটে যথাযথ ব্যবস্থা গ্রহন করেন তাহলে বেচেঁ যেতে পারে অসংখ্য নিরীহ মায়ের কোল।
নৌকা ডুবির ঘটনায় মাঝিরা সাতাঁর জানার ফলে নিজেরা বেচেঁ গেলেও মরতে দেখা সাতাঁর না জানা ব্যাক্তিদের।