নীল তরঙ্গ নৃত্য একাডেমীর উদ্যোগে চলচিত্র তারকাদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ১৪ অক্টোবর) বিকাল ৪ টায় নগরীর আলী আহাম্মদ চুনকা মিলনায়তনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলর নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও দৈনিক সবার কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব ফয়েজ উদ্দিন লাভলু।
প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ উদ্দিন লাভলু বলেন, এ দেশটা এমন ছিলো না। ৩০ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে ও মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দেশ স্বাধীন হযেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করেছিলেন। আমাদেও সমাজের চারদিকে মাদক, সন্ত্রাস আর ইফটিজিংয়ে ভরে গেছে। সমাজর থকে এ ধরনরে অপরাধগুলোর রোধ করার জন্য আমাদেরকে সাংস্কৃতিক মনা হতে হবে। আমরা চাই অপরাধ মুক্ত একটি সমাজ গড়ে উঠুক।
নীল তরঙ্গ নৃত্য একাডেমীর কনর্ধার ও পরিচালক এস, ডি রাজীব এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়নগঞ্জ মহানগর সৈনিক রীগের সাধারন সম্পাদক শ্রী পরেশ চৌধুরী, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক মোঃ শাহিন মিয়া, মোঃ মিঠু,আকতার হোসেন দিপু, মোঃ সবুজ, সালাম খান, নৃত্য পরিচালক কামরুল হাসান জিতু, জাহাঙ্গীর আলম সহ প্রমুখ।
অনুষ্ঠান শেষে যাদু প্রদর্শনী, নৃত্য, সংগীত সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।