সকাল নারায়ণগঞ্জ
গোদনাইল ইউনিয়নের ৪ বারের সফল চেয়ারম্যান, জনাব জহির উদ্দিন সাহেবের সহধর্মিণী ও মোঃ মুরাদ হোসেনের বারিশের আম্মার মৃত্যুতে শোক জানিয়েছেন সকাল নারায়ণগঞ্জ অনলাইন নিউজ পোর্টালের প্রকাশক ও সম্পাদক ছায়ানুর তালুকদার এবং উপদেষ্টা মন্ডলির সভাপতি ও চীফ ফটোগ্রাফার জামাল তালুকদার।
আজ রাত ২.৩০ ঘটিকার সময় নিজ বাস ভবনে ইন্তেকাল করিয়াছেন।
জহির উদ্দিনের পুত্র মোঃ মুরাদ হোসেন বারিশ জানান,আম্মুর মৃত্যু আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তবুও মেনে নিতে হচ্ছে, সবাইকে একদিন চলে যেতে হবে।আপনারা সবাই আম্মুর জন্য দোয়া করবেন,
-মহান রাব্বুল আলামিন যেন আম্মাকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করেন।উক্ত দেশবাসীর কাছে তার আম্মুর জন্য দোয়া কামনা করেন।