1. [email protected] : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. [email protected] : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
আজ শারদীয় দূর্গোৎসবের গুরুত্বপূর্ণ অংশ অষ্টমী পূজা - সকাল নারায়ণগঞ্জ
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির লীলাভূমি- মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়াকে শ্রেষ্ঠযুব সংগঠকের পুরস্কার তুলে দিলেন জেলা প্রশাসক আরাফাত রহমান কোকোর ৫৬তম জম্মদিনে মহানগর বিএনপির দোয়া পথশিশুদের নিজ হাতে খাবার খাওয়ান: এড. টিপু..  শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালনে পূজা পরিষদের মতবনিময় সভা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জেছাত্র ফ্রন্টের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কর্ম দক্ষতা, জনকল্যাণমুখী ও মানবিকতা কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখায় জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে বর্তিক ও নাট্য প্রতযিোগতিা অনুষ্ঠতি সমাজতান্ত্রকি ছাত্র ফ্রন্ট, এই ঘোষণা নব্য ফ্যাসিস্টদের জন্মচিৎকার : মোমিন মেহেদী

আজ শারদীয় দূর্গোৎসবের গুরুত্বপূর্ণ অংশ অষ্টমী পূজা

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১৪৮ Time View
  • সকাল নারায়ণগঞ্জ

 

শারদীয় দূর্গোৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ অষ্টমী পূজা। আজকের পূজার মূল আকর্ষন কুমারী পূজা ও অঞ্জলী। করোনার কারনে বন্ধ থাকার দু্ই বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে এই কুমারী পূজা। এটাকে ঘিরে নারায়ণগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে চলছে ব্যপক উৎসবের আমেজ। নারায়ণগঞ্জে এবার দুটি মন্ডপে হচ্ছে এই কুমারী পূজা। তাই সকাল থেকেই মন্ডপে মন্ডপে হিন্দু ভক্তদের সমাগম দেখা যাচ্ছে।

 

সকাল ৯টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জে মহাষ্টমীর পূজা শুরু হয়েছে এবং বেলা ১১টায় অনুষ্ঠিত হবে কুমারী পূজা।  জেলার দুটি স্থানে ব্যাপক ঝমকালো আয়োজনে করা হচ্ছে কুমারী পূজা। রামকৃষ্ণ মিশন ও পরিতোষ কান্তি সাহার পূজা মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে এই পূজা। এছাড়া জেলার ২২০ টি পূজা মন্ডপে পালিত হচ্ছে মহাঅষ্টমী। কুমারী পূজায় বিভিন্ন বয়সের কন্যাকে বিভিন্ন নামে পূজা করা হয়। এবার নারায়ণগঞ্জে দুটি মন্ডপে ৭ বছরের কন্যা মিষ্টু চক্রবর্ত্তী ও ৯ বছরের কন্যা শ্রেয়া চক্রবর্তীকে দিয়ে কুমারী পূজা করা হচ্ছে। বয়স অনুসারে তাদের নাম হয়েছে সাত বছরে মালিনী ও ন’বছরে কালসন্দর্ভা।

 

জানা যায়, ১৯০১ সালে ধর্মপ্রচারক স্বামী বিবেকানন্দ সর্বপ্রথম ৯ জন কুমারীকে পূজার মাধ্যমে এর পুনঃপ্রচলন করেন। তখন থেকে প্রতিবছর দুর্গাপূজার অষ্টমী তিথিতে এ পূজা চলে আসছে। অসুরকে বধ করতে এই পূজা করা হয়। ষোলো বছরের কম রয়স্কা কোন কুমারী বালিকাকে দেবীজ্ঞানে পূজা করার রীতি আছে। বৃহদ্ধর্মপুরাণে আছে দেবী অম্বিকা কুমারী কন্যারূপে দেবতাদের সামনে আবির্ভূতা হয়ে বেলগাছে দেবীর বোধন করতে নির্দেশ দেন। তৈত্তিরীয় আরণ্যকে দেবীকে কুমারী নামে অভিহিত করা হয়েছে। বিশেষত দুর্গাপূজার অঙ্গরূপে এই পূজা অনুষ্ঠিত হয়। পূজার আগ পর্যন্ত কুমারীর পরিচয় গোপন রাখা হয়। এ ছাড়া নির্বাচিত কুমারী পরবর্তী সময়ে স্বাভাবিক জীবনযাপন আচার-অনুষ্ঠান করতে পারে। আজ অষ্টমীর দিনে অনেক মানুষ পুষ্পাঞ্জলি দিয়ে দেবী দূর্গা কে নিজের মনের ইচ্ছা জানাই। এই দিন চামুন্ডা রূপে দেবী দূর্গা কে পুজো করা হয়। এরপর সন্ধিপূজা শুরু  হবে বিকেল ৪টা ৪৪ মিনিটে এবং সমাপন বিকেল ৫টা ৩২ মিনিটের মধ্যে।

 

মহাষ্টমীতে ভক্তদের ব্যপক সমাগম দেখা যাচ্ছে। তাদের মাঝে অন্যরকম উৎসবের আমেজ কাজ করছে। তারা অঞ্জলীর মধ্য দিয়ে দেবীর দূর্গার কাছে দেশ ও বিশ্ববাসীর শান্তি কামনা করছেন।

 

জেলা প্রশাসনের পক্ষ থেকে এবার দূর্গা পূজা শান্তিপূর্নভাবে পালন করতে তিনস্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে। প্রতিটি মন্ডপে পুলিশ সদস্য সহ আনসার ও সেচ্ছাসেবী নিয়োগ করা হয়েছে। সেই সাথে প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা বাধ্যতামূলক লাগানো হয়েছে।

 

এই মহাঅষ্টমী হল দূর্গা পূজার মধ্যে একটি অন্যতম সেরা দিন । এদিকে, শনিবার ছিল দুর্গোৎসবের দ্বিতীয় দিন, মহাসপ্তমী

আগামীকাল মহা নবমী এবং আগামী ৫ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দূর্গোৎসব।

 

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL