রুপনা চাকমা নেপালের দশরথ স্টেডিয়ামে পাহাড়ের মতো দৃঢ়তায় বাংলার গোলপোস্ট সামলেছেন। পেয়েছেন সাফ সেরা গোলরক্ষকের খেতাব। তবে ঠিক বিপরীত তার বেড়ে ওঠা আর মাথার ঠাঁইটি। সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি রুপনা চাকমার জরাজীর্ণ বাড়ির ছবি ভাইরাল হলে বিষয়টি চোখে পড়ে জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এরপরই রাঙামাটিতে সরকারের পক্ষ থেকে বাড়ি তৈরি করে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহাসানুল করিম জানান, যুক্তরাষ্ট্র থেকেই রুপনার পরিবারের জন্য একটি বাড়ি তৈরির নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা।
সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশের মেয়েরা। পুরো টুর্নামেন্টে বাংলাদেশের গোল পোস্টের সামনে চীনের প্রাচীর হয়ে ছিলেন রুপনা চাকমা। মাত্র একবার পরাস্ত করা গেছে তাকে। সেই রুপনা চাকমার হাতেই উঠেছে টুর্নামেন্টসেরা গোলরক্ষকের পুরস্কার।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে রুপনা চাকমার ঘর নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় হতে নির্দেশনা দেওয়া হয়েছে। আমি এরই মধ্যে নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা দিয়েছি। আজ বিকালে এলজিইডির প্রকৌশলী নিয়ে ঘর নির্মাণের বিষয়ে সরেজমিন দেখে আসবেন। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে আমরা এটি করে দিতে পারবো। ’
রুপনা চাকমার বাড়ি রাঙামাটির নানিয়ারচর উপজেলার দুর্গম ভুঁইয়া আদাম গ্রামে। সাফজয়ী বাংলাদেশ দলের আরেক গর্বিত সদস্য ঋতুপর্ণা চাকমার বাড়ি কাউখালীর ঘাগড়া ইউনিয়নের মগাছড়ি গ্রামে।