সিএনজি চালক কে আটকে রেখে টাকা ও সিএনজি ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় পথচারীদের সহায়তায় সাত ছিনতাইকারী কে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার সস্তাপুর মসজিদ সংলগ্ন মৃত জাকির মিয়ার পুত্র শান্ত(২৫), পশ্চিম সস্তাপুরের আব্দুল কাইয়ুমের পুত্র জিসান(২২), জালকুড়ি দক্ষিন পাড়ার মৃত বছিরের পুত্র ইসলাম(২৮), ইদ্রিস আলীর পুত্র সাইফুল ইসলাম (২৫), ধর্মগঞ্জ মাওলাবাজার এলাকার মানিক চানের পুত্র পিয়ার হোসেন (৩০), মনির হোসেনের পুত্র আশিক মিয়া (২৮), চাষাড়া রেলস্টেশন বস্তুির রফিক মিয়ার পুত্র বাদল মিয়া(২২)।
সোমবার (১৯ সেপ্টেবর) দিবাগত ভোর রাতে ফতুল্লা মডেল থানার সস্তাপুর বটতলাস্থ এ,বি,সি স্কুল সংলগ্ন মিজানের অটো গ্যারেজের সামনে থেকে তাদের কে গ্রেফতার করে পুলিশ। তবে এ সময় পালিয়ে যেতে সক্ষম হয় আরো ২-৩ জন।
পুলিশ জানায়, নজরুল ইসলাম নামক এক সিএনজি চালক রাত তিনটার দিকে এ,বি,সি স্কুলের সামনে দিয়ে যাওয়ার পথে গ্রেফতারকৃতরা সহ অজ্ঞাতনামা আরো ২-৩ জন দেশীয় তৈরি ধারালো অস্ত্রে- সস্ত্রে সজ্জিত হয়ে তার পথরোধ করে। তার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে মিজানের অটোগ্যারেজের ভিতরে নিয়ে গিয়ে তাকে মারধর করে তার সাথে থাকা ৯ হাজার ৯ শত টাকা ছিনিয়ে নিয়ে যায়।
তারা তাকে আরো টাকা বাসা থেকে নিয়ে আসার জন্য চাপ প্রয়োগ করে। সে কৌশলে জরুরী সেবা ৯৯৯- এ তখন ফোন দেয়। বিষয়টি আচ করতে পেরে ছিনতাইকারী চক্র সিএনজি নিয়ে পালিয়ে যেতে চাইলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেস্টা করলে স্থানীয় পথচারীদের সহায়তায় তাদের কে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সিএনজি চালক নজরুল ইসলাম বাদী হয়ে দ্রুত বিচার আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।