নেপালকে তাদের মাটিতেই উড়িয়ে দিয়ে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২২ এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ নারী ফুটবল দলের এ সাফল্যে দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সকাল নারায়ণগঞ্জ অনলাইন নিউজ পোর্টালের প্রকাশক ও সম্পাদক ছায়ানুর তালুকদার এবং চীফ ফটোগ্রাফার ও উপদেষ্টা মন্ডলির সভাপতি জামাল তালুকদার সহ সকাল নারায়নগঞ্জের পরিবারবর্গ।
সকাল নারায়নগঞ্জের (প্রকাশক ও সম্পাদক) ছায়ানুর তালুকদার বলেছেন, সাফ চ্যাম্পিয়ন হওয়ার মধ্যে দিয়ে বিশ্ব নারী ফুটবলে বাংলাদেশের বিস্ময়কর অগ্রযাত্রা সূচিত হলো। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের মধ্যে দিয়ে আমাদের বাঘিনীরা তাদের সক্ষমতা আবারো প্রমাণ করেছে।
সকাল নারায়নগঞ্জের (চীফ ফটোগ্রাফার ও উপদেষ্টা মন্ডলির সভাপতি) জামাল তালুকদার বলেছেন,নিঃসন্দেহে এটি দেশের নারী ফুটবলের ইতিহাসে এক অনন্য মাইলফলক। আমি বাংলাদেশ নারী ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
২০২২ সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ নেপালের কাঠমান্ডুতে স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
এর আগে সবশেষ ২০১৬ আসরের ফাইনালে উঠলেও ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল মেয়েদের। এবার তাদের হাত ধরেই মেয়েদের সাফের মুকুট এলো বাংলাদেশে।