সকাল নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ চলাকালে চাইনিজ রাইফেল দিয়ে বিএনপি নেতাকর্মীদের উপর গুলি ছোড়া নারায়ণগঞ্জ ডিবি পুলিশের দারোগা মাহফুজুর রহমান কনক’কে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে ।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরির্দশক ফখরুদ্দিন ভূইয়া।
তিনি জানান, ঘটনার পরপর এসআই কনক’কে ডিবি শাখা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি নিয়ে তদন্ত তো হবেই। তবে পুলিশের পক্ষ থেকে কোন তদন্ত কমিটি হয়েছে কিনা, তা উর্ধতন কর্মকর্তারা জানেন।
অপরদিকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তাফা রাসেল এ প্রসঙ্গে কিছুই জানেন না বলে গণমাধ্যম কর্মীদের ফোন কেটে দেন।
প্রসঙ্গত, গত ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নগরীর ২নং রেল গেইট এলাকা থেকে শোভাযাত্রা বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাঁধা প্রদান করে। এক পর্যায়ে পুলিশ বিএনপি নেতাকর্মীদের উপর লাঠিচার্জ শুরু করে। জবাবে বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়ে। এভাবে টনা দুই ঘন্টা চলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ। সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে শাওন নামে যুবদলের এক কর্মী নিহত সহ শতাধিক আহত হয়।
ওই ঘটনায় গোয়েন্দা পুলিশের এসআই মাহফুজুর রহমান কনক চাইনিজ রাইফেল দিয়ে বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে সরাসরি গুলি করতে দেখা যায়। ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ছবি ভাইরাল হলে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। এছাড়া এ বিষয়টি নিয়ে দেশের শীর্ষ স্থানীয় দৈনিক পত্রিকা গুলোতে ফলাও করে ধারাবাহিক সংবাদ প্রকাশিত হয়।