ভবিষ্যৎ খাদ্য সংকট বিবেচনা করে আমদানির বিকল্প উৎস ও অতিরিক্ত আমদানির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৪ সেপ্টেম্বর) সকালে মন্ত্রিসভার বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
সভার বিষয়ে এদিন বিকেলে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, নভেম্বরে খাদ্য সংকট হতে পারে। যদিও ১৯ লাখ ৫০ হাজার টন খাদ্যশস্য মজুদ আছে। সেই সাথে রাশিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ড থেকে খাদ্য আমদানিরও চুক্তি হয়েছে। তারপরেও খাদ্য ঘাটতি যাতে না হয় সেজন্য আমদানির বিকল্প উৎস ও অতিরিক্ত আমদানির বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৃষ্টি না হওয়ায় আমনের ফলনে কিছুটা প্রভাব পরবে। তবে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত সেচে নিরবিচ্ছিন্ন বিদুৎ দেয়ায় চাষে সুবিধা হচ্ছে।
সভায় ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট আইন-২০২২ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।