সকাল নারায়ণগঞ্জ
ফতুল্লায় মোল্লা সল্ট কারখানায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এসময় পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে দুই লাখ টাকা জরিমানা করা হয়। সোমবার (২৯ আগষ্ট) এই অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নুশরাত আরা খানম।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কারখানার কঠিন বর্জ্য হিসেবে উৎপাদিত পরিত্যক্ত প্যাকিং সামগ্রী কারখানা কম্পাউন্ডের বাইরে খোলা জায়গায় আগুনে পোড়ানোর ফলে বিষাক্ত ধোয়া উৎপন্ন হয়।
এ ধোয়া থেকে কারণে বায়ু দূষণ হওয়ায় পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ এর গ ধারার বিধি লঙ্ঘনের কারণে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় অতি দ্রুত বর্জ্য ব্যবস্থাপনার যথাযথ পদক্ষেপ নেওয়ার শর্তে মুচলেকা গ্রহণ করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।