আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তার আগের রিপোর্টের ফল ভালো নয় বলেই আরও কিছু পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছয় দিনের মাথায় রোববার রাতে আবারও গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। মেডিকেল বোর্ড কিছু পরীক্ষা-নিরীক্ষার পর তাকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেয়। আগে থেকেই খালেদা জিয়াকে ভর্তি করে সব পরীক্ষার প্রস্তুতি নিয়ে রাখা হয়েছিল।
খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তির পর ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন সেখানে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘ম্যাডামকে মেডিকেল বোর্ডের সুপারিশে কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর পর্যালোচনা করে মেডিকেল বোর্ড পরবর্তী সিদ্ধান্ত নেবে।’
তিনি আরও জানান, মেডিকেল বোর্ডের পরামর্শ খালেদা জিয়াকে জরুরি ভিত্তিতে বিদেশে নিয়ে চিকিৎসা করতে হবে। এর আগে ২২ আগস্ট হৃদযন্ত্রের কয়েকটি পরীক্ষা যেমন ইকো, ইসিজি, আল্ট্রাসোনোগ্রাম ও এক্সরের পূর্ণা্ঙ্গ প্রতিবেদন নিয়ে চিকিৎসকরা উদ্ধেগ জানিয়েছেন বলেও জানান তিনি।
একটানা ১৩ দিন হাসপাতালে থাকার পর গত ২৪ জুন বাড়িতে ফিরেছিলেন খালেদা জিয়া। হাসপাতালে অ্যানজিওগ্রাম করে তাঁর হৃদ্যন্ত্রে একটি রিং পরানো হয়। চিকিৎসকেরা তখন তাঁর হৃদ্যন্ত্রে আরও দুটি ব্লক ধরা পড়ার কথাও জানিয়েছিলেন। এর দুই মাস পর আবার হাসপাতালে ভর্তি হলেন তিনি।
গত বছরের এপ্রিলে খালেদা জিয়া করোনায় আক্রান্ত হন। এরপর গত জুন পর্যন্ত তাঁকে পাঁচ দফায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এবার ষষ্ঠবারের মতো হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া।