শহরের চাষাঢ়া বালুরমাঠে হ্যাকার ০.২ নামক একটি ফুডকার্টে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। হতাহত না হলেও তাৎক্ষনিক আতঙ্ক ছড়িয়েপড়ে। প্রায় ১০ মিনিট আগুন জ্বলতে থাকার পর অগ্নি নিবার্পন যন্ত্র এনে নেভানো হয়। ২৫ আগস্ট বৃহস্পতিবার রাত ১০টায় শহীদ মিনারের পেছনে থাকা পাবলিক টয়লেটের বিপরীত পাশে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
অগ্নিকান্ডের পর পরেই আশেপাশের ফুডকার্টগুলো বন্ধ করে দেয়া হয়। বেশ কিছু সময়ের জন্য থেমে যায় সড়কে যান চলাচল। প্রত্যক্ষদর্শীরা জানায়, রান্নাবান্নার সময়েই হঠাৎ করে সিলিন্ডার থেকে আগুন ধরে যায়। সাথে সাথে ফুডকোর্টের ক্রেতা বিক্রেতা উভয়েই সরে যায়। বেশ কিছু সময় পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। পরে পাশের ভবন থেকে অগ্নি নিবার্পন যন্ত্র এনে আগুন নিভিয়ে ফেলা হয়।
পথচারীরা বলেন, এই সড়কে সার্বক্ষনিক মানুষের যাতায়াত। খাবারের দোকানগুলোর কারনে মানুষের ভিড় লেগেই থাকে। ফুডকোর্ট এবং ভাজাপোড়ার দোকানগুলো বেপরোয়া ভাবে সিলিন্ডার গ্যাসের চুলা ব্যবহার
করে রান্না করে। এতে করে যেমন ঝুঁকি তৈরী হয়, তেমনি পুরো সড়কেই দেখা দেয় যানজট ।
অসংখ্যবার এনিয়ে আপত্তি তুললেও পুলিশ প্রশাসন যেন চোখ বন্ধ করে রেখেছে। আরেক পথচারী বলেন, এই সিলিন্ডার বিস্ফোরিত হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। আশেপাশে দুইশ মিটারের মধ্যে মানুষের উপস্থিতি ছিলো। সিলিন্ডার বিস্ফোরিত হলে হতাহত এবং আশেপাশের ভবন ক্ষতিগ্রস্ত হতো। কিন্তু আগুন নিভে যাওয়ার পরে আবারও সেই অনিরাপদ ভাবে খাবার বিক্রি চলবেই।