1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
৩ সপ্তাহ ধরে বন্দরে ওয়াসা পানির তীব্র সংকট বিরাজ - সকাল নারায়ণগঞ্জ
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
“গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের শুভ উদ্বোধন করলেন ডিসি ও এসপি না:গঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে মোঃ ইব্রাহিম হোসেনের যোগদান কাশীপুরে রায়হান বাবুর টর্চার সেলে পাভেলকে রাতভর নির্যাতণ পরে গুলি করে হত্যা না:গঞ্জ জেলা পুলিশের পবিত্র ঈদুল ফিতর উদযাপন ঈদের সকালে রোগী, নার্স ও ট্রাফিক পুলিশের মাঝে টিম খোরশেদের শুভেচ্ছা বিনিময় ও নাস্তা বিতরণ  নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী আন্দোলন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন ডিসি অপকর্ম এড়াতে চাষাড়ার বিভিন্ন পয়েন্টে লাগানো হচ্ছে সিসি ক্যামেরা  ঈদ সামগ্রী বিতরণ শহর উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ

৩ সপ্তাহ ধরে বন্দরে ওয়াসা পানির তীব্র সংকট বিরাজ

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১০০ Time View
  • সকাল নারায়নগঞ্জ

 

গত ৩ সপ্তাহ ধরে বন্দরে ওয়াসা পানির তীব্র সংকট বিরাজ করছে।  পানির অভাবে সিটি করপোরেশনের ২৪ ও ২৫ নং ওয়ার্ডের আমিরাবাদ, বক্তারকান্দি, দেউলী চৌরাপাড়া, লক্ষণখোলা, মুছাপুরের দাসেরগা ,পাতাকাটা এলাকার প্রায় ১৫ হাজার লোকের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে।

 

দৈউলী চেরৗরাপাড়া এলাকার পানির পাম্প বিকল হওয়ায় গত তিন সপ্তাহ যাবত পানি সরবরাহ করছে না ওয়াসা। ফলে এলাকায়  পানির জন্য হাহাকার বিরাজ করছে। পানি সংগ্রহের জন্য এলাকাবাসীকে নানা জায়গায় ছুটোছুটি করতে দেখা গেছে।

 

ওয়াসা জানায়, গত তিন সপ্তাহ ধরে পাম্পটি বিকল রয়েছে। অচিরেই পাম্পটি মেরামত করা হবে। সোমবার (২২ আগষ্ট)  বিকেল ৩টায় ২৫ নং ওয়ার্ডের চৌরাপাড়া ও লক্ষণখোলা এলাকায় গিয়ে দেখা গেছে, রাস্তায় পানির ট্যাংকের সামনে পাত্র রেখে পানি জন্য অপেক্ষা করছেন এলাকাবাসী।

 

কখন আসবে ওয়াসার গাড়ী এ জন্য সকাল থেকে প্রতীক্ষা তাদের।পানির জন্য অপেক্ষায় থাকা গৃহকতা আফজাল হোসেন  জানান, সকাল থেকে ওয়াসার অস্থায়ী পানির ট্যাংকের সামনে পাত্র রেখে অপেক্ষা করছি । বিকেল ৩টা বেজে গেছে, ওয়াসার গাড়ী এখনও আসেনি। তিনি আরো বলেন, ওয়াসার গাড়ী আসার কোন সময় সূচি নেই। কোন দিন সকালে আসে,কোন ি কোন দিন আসেনা।

 

সরেজমিন ঘুরে দেখা গেছে, গ্রাহকের বাড়ির কলে মোটেও পানি আসছেনা।  চৌরাপাড়া আক্তার হোসেন গনমাধ্যমকে জানান, অনেক আন্দোলনের পর এই এলাকায় পানির পাম্প স্থাপন করা হয়।  অজ্ঞাত কারনে পানির পাম্প আবারও নষ্ট হয়ে গেছে। ফলে এলাকায় বিরাজ করছে তীব্র পানি সংকট। বিকল্প ব্যবস্থায় পানি সরবরাহ করছে না ওয়াসা।

 

এ ব্যাপারে নাসিক ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর এনায়েত হোসেন জানান, পাম্প বিকল হওয়ায় এলাকায় পানি সংকট চলছে। পানির পাম্পটি দ্রুত মেরামত করার জন্য চেষ্টা চালাচ্ছে।

 

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL