নারায়ণগঞ্জে ক্ষুদে ডাক্তারদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম এর অংশ হিসাবে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের চোখ পরীক্ষা, ওজন মাপা এবং উচ্চতা নির্ণয় করা হয়।
সোমবার (২২ আগষ্ট) সকাল থেকে জেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষুদে ডাক্তারদের কার্যক্রম পরিদর্শন করেন স্বাস্থ্য সচিব ড. মো. আনোয়ার হোসেন হাওলাদার।
আরো উপস্থিত ছিলেন- ডাঃ ফরিদ উদ্দিন মিয়া, পরিচালক (স্বাস্থ্য), ঢাকা বিভাগ, জেলা প্রশাসক, মো. মঞ্জুরুল হাফিজ, জেলা সিভিল সার্জন ডাঃ আ.ফ.ম মুশিউর রহমান, উপপরিচালক, সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তর ডা. মো. সফিকুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাত ফেরদৌস প্রমূখ।
পরে জেনারেল হাসপাতাল ভিক্টোরিয়া, নারায়ণগঞ্জ পরিদর্শন করেন এবং ডাক্তার, নার্স ও কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেন এবং স্বাস্থ্য বিভাগের সেবা প্রদানে আরো মনযোগী হওয়ার নির্দেশ প্রদান করেন।
প্রতি বছর ২ বার এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ে এ কার্যক্রম গত ২০ আগষ্ট ২০২২ হতে শুরু হয়ে চলবে আগামী ২৬ আগষ্ট ২০২২ পর্যন্ত।