নারায়ণগঞ্জের বন্দরে ২ হাজার ১০০ লিটার চোরাই ডিজেলসহ চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ তাহের (২০), পিতা-মোঃ রহিম, চর শেরপুর, নয়াপাড়া, শেরপুর সদর, জেলা-শেরপুর, মোঃ গনি (২২), পিতা-মোঃ সিলমত আলী, চর শেরপুর, নয়াপাড়া, শেরপুর সদর, জেলা-শেরপুর, মোঃ মাহাবুব শেখ (২৪), পিতা-মৃত মমিন শেখ, চর শেরপুর, নয়াপাড়া, শেরপুর সদর, জেলা-শেরপুর। এ সময় চোরাই ডিজেল পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মিনি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
রোববার (১৪ আগস্ট) বিকালে বন্দরের নবীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা তেল চুরি চক্রের সংঘবদ্ধ সক্রিয় সদস্য। তারা বিভিন্ন তেলের ডিপো হতে এবং দূরপাল্লার ভারী যানবাহনগুলো রাত্রীকালীন চলাচলের সময় চালকরা ক্লান্ত হয়ে রাস্তার পাশে পার্কিং করে বিশ্রাম নিলে বা ঘুমিয়ে গেলে সেই সুযোগ কাজে লাগিয়ে তেল চুরি করে। তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত মিনি কাভার্ডভ্যানের মাধ্যমে মহাসড়কে চলাচলরত ট্রাক/লরীর তেলের ট্যাংকি হতে গোপনে তেল চুরি করে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে র্যাব।