সোনারগাঁয়ে ৩৭৫ বোতল ফেন্সিডিল, ৪২ ক্যান বিদেশী বিয়ার ও ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
গ্রেপ্তারকৃতরা হলো- চট্টগ্রাম জেলার ডবলমুড়ি থানাধীন ওলিফজর মেম্বার বাড়ী এলাকার মৃত সামসু হাওলাদার এর ছেলে মো. কবির (৩৪) ও কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানাধীন অষ্টগ্রাম এলাকার শাহাবুদ্দিনের ছেলে মো. নজরুল ইসলাম (২৬)।
শনিবার (১৩ আগষ্ট) সকালে সোনারগাঁয়ের আষাড়িয়ারচর এলাকায় র্যাব-মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ওই মাদক দ্রব্যসহ তাদের গ্রেপ্তার করে।
এ সময় তাদের কাছ থেকে মাদক মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ কাভার্ডভ্যানের চালক ও হেলপারের ছদ্মবেশ ধারণ করে পন্য পরিবহনের আড়ালে মূলত নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল, বিদেশী বিয়ার ও গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।