শাহজাহান ওরফে বড় শাজাহানের বাড়ি মুন্সিগঞ্জে । তবে নারায়ণগঞ্জ শহরে এখন তার বসবাস। পরিবহণ সেক্টর দিয়ে শুরু করলেও এক সময় বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন।
১ নং বাসষ্ট্যান্ড ও ৫ নং ঘাটের দু’টি জুয়ার আসরের মূল হোতা সে। কিছুদিন আগেও পুলিশ জিমখানা জুয়ার আড্ডায় হানা দিয়ে জানতে পারে এখানেও সেই শাহজাহান। তবে পুলিশ আসার আগেই খবর পেয়ে পালিয়ে যায় সে। সচেতন মহলের প্রশ্ন উঠেছে, এই শাহজাহানের পেছনে কে বা কারা। কার সাহসে সে বার বার শহরে জুয়ার আসর বসায়।
সূত্র মতে, বিভিন্ন এলাকার জুয়ারিদের কাছে শাহজাহান ভ্রাম্যমান জুয়ার সম্রাট হিসেবে পরিচিত।আর তার এই জুয়ার আসরের ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন মাসুম নামের এক নামধারী বিএনপি নেতা।সে শহরের কালীরবাজার, টানবাজারের ইয়ার্ণ মার্চেন্ট অফিস, বাসষ্ট্যান্ড, জালকুঁড়ি ও নতুন জিমখানা জুয়ার আসরের মূল হোতা। সে গুলশান সিনেমা হলের কালচারাল ক্লাব ভাড়া নিতে চাইলেও ব্যর্থ হয়।
শহরের জিমখানার গরুর ঘরকেও বড় শাহজাহান জুয়ার আসরে পরিনত করে। চার পাশে মাদকাসক্ত পাহারাদার বাহিনী রাখা হয়। সাথে থাকে ছোট শাহজাহান,মাসুম সহ আরো অনেকে।
এই জুয়ার আসরেরও প্রধান ছিল বড় শাহজাহান।