সকাল নারায়ানগঞ্জঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনসহ জেলার পাঁচ উপজেলায় প্রায় সাড়ে চার লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর হবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে আগামী ১১ জানুয়ারি সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত এ কর্মসূচি পালন হবে জানা যায় ।
এ কর্মসূচির আওতায় সিটি কর্পোরেশন এলাকায় ৬ থেকে ১১ মাস বয়সী ২১ হাজার ৭২৮ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী এক লাখ ৯ হাজার ৫৩৮ শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে সিটি কর্পোরেশনের বাইরে জেলার পাঁচ উপজেলা এলাকায় ৬ থেকে ১১ মাস বয়সী ৩৫ হাজার ৮৪৪ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৮১ হাজার ৩৬৭ শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানা যায়।
ওই দিন সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে ৩৪০টি স্থায়ী কেন্দ্রসহ জেলার বিভিন্ন বাস-স্ট্যান্ড, লঞ্চঘাট, রেলস্টেশনে এ কার্যক্রম পরিচালিত হবে।