সকাল নারায়ানগঞ্জঃ বন্দরে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পর্যায়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জানুয়ারী) সকালে বন্দর বাজার দূর্গা মন্দিরে এ উৎসব পালন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে নতুন বই ও ফুল তুলে দেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার।
বন্দর বাজার দূর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি হরি সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্দিরভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক শ্যামল কুমার চক্রবর্তী, বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ক.ম নুরুল আমিন, প্রাথমিক শিক্ষা অফিসার মো. সোহাগ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইব্রাহিম খলিলুল্লাহ, মহানগর পুজা উদযাপন কমিটির সভাপতি শিখন সরকার, কদম রসুল পৌর যুবলীগের সাধারন সম্পাদক কাজী জহির, বন্দর উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক শ্যামল চন্দ্র বিশ্বাস, মন্দিরভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রমের বন্দর বাজার দূর্গা মন্দিরের সভাপতি সুনিল বর্মণ, সাধারন সম্পাদক উজ্জল চন্দ্র দে প্রমুখ।