নারায়ণগঞ্জের বন্দর থেকে ৫০০ বোতল ফেন্সিডিলসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
শুক্রবার (১০ জুন) বন্দর থানাধীন মদনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থেকে ৫০০ বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি ট্রাক জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লা জেলার মুরাদনগর চাপাইতলা গ্রামের মোঃ ইসমত আলীর ছেলে মোঃ এরশাদ মিয়া (২৫) ও একই জেলার মোচাগাড়া এলাকার আবু তাহেরের ছেলে মোঃ বাবুল (৩৭)।
শুক্রবার (১০ জুন) র্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসামীরা ছদ্মবেশী মাদক ব্যবসায়ী। তারা ট্রাকের চালক ও হেলপার পেশার ছদ্মবেশে পণ্য পরিবহনের আড়ালে মূলত ফেনসিডিল পরিবহন করে আসছিল। আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অভিনব কায়দায় ফেন্সিডিল পরিবহন করে নিয়ে এসে নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।