সকাল নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয় এবং জেলা প্রশাসক কার্যালয়ের কাছ ঘেঁষেই চানমারী বস্তি। এই বস্তিটি মাদক, সন্ত্রাসসহ বহু অপরাধের স্বর্গ রাজ্য ছিল।
যদিও চানমারী বস্তির আগের সেই জুলশ নেই। তারপরও বস্তির কিছু অংশ এখনও রয়ে গেছে। পূর্বের মত রয়ে গেছে মাদকের কারবার। এখানে হাত বাড়ালেই মিলছে বহুজাতিক মাদক। সূত্র জানায় চানমারী বস্তিতে বর্তমান মাদক ব্যবসায়ীদের মধ্যে অন্যতম হচ্ছে মো. খাদেম (৩১)।
চানমারীর মালেকের বস্তির নূরুল ইসলাম ওরফে মোক্কার ছেলে এই খাদেম একটি সিন্ডিকেটের মাধ্যমে এখানকার মাদকের ব্যবসার নিয়ন্ত্রক।
তার বিরুদ্ধে সদর ও ফতুল্লা মডেল থানায় ১৩ টি মাদক ও দুটি অন্যান্য মামলা রয়েছে। ফলে চিহ্নিত এই মাদক ব্যবসায়ী অনিয়ন্ত্রিতভাবেই এই মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে বীরদর্পে।
সূত্র বলছে, শীর্ষ মাদক ব্যবসায়ী খাদেম সিন্ডিকেটে রয়েছে তার ভাই রুমি, চাচা ফজর, নূর ইসলাম, সোরহাব ও সফুরাসহ একাধিক ব্যক্তি। এই চক্রটি গাঁজা, হেরোইন, ইয়াবা, ফেন্সিডিলসহ বহুজাতিক মরণনেশার ব্যবসা করে আসছে। এসব ব্যবসার মাধ্যমে চক্রটি বিপুল অর্থ বিত্তের মালিকও বনে গেছেন।
যার কারণে এরা ধরাকে সরা জ্ঞানে পরিণিত করে দিব্যি মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে। চিহ্নিত মাদক ব্যবসায়ী খাদেমর বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা মডেল থানায় মোট ১৫টি মামলা রয়ছে।
এদিকে সচেতন মহল বলছে, একজন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এত সংখ্যাক মামলা থাকার পরও সে কীভাবে দিনের পর দিন মাদকের এই ব্যবসা চালিয়ে যাচ্ছে! তাছাড়া চানমারী
বস্তির পাশেই এসপি এবং ডিসি অফিস। এর আশপাশে রয়েছে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান। এদের কারণে পরিবেশের শান্তি বিনিষ্ট হচ্ছে। পুরো সমাজের কাল এরা।
প্রশাসনের উচিৎ এই চিহ্নিত মাদকের কারবারি চক্রটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) রিজাউল হক বলেন, সম্প্রতি আমরা চানমারি বস্তিতে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি, অভিযানও চালিয়েছি। সেখানে চব্বিশ ঘ