সকাল নারায়ণগঞ্জঃ
মঙ্গলবার (৭ জুন) সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে আদমজী এমডব্লিউ কলেজের কয়েকজন শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে ঘুরতে আসে।
এসময় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান প্রতিদিনের মতো টহলে বের হন। টহল টিম নিয়ে তিনি সিদ্ধিরগঞ্জের সিটি করপোরেশনের নির্মানাধীন লেকে উপস্থিত হন।
সেখানে তিনি লেকের ভাংগার পুল থেকে নাভানা পর্যন্ত অংশে কলেজের ইউনিফর্ম পরিহিত শিক্ষার্থীদের ঘুরাঘুরি করতে দেখেন। পরে তিনি তাদের ডেকে এনে কলেজ সময়ে ক্লাস ফাঁকি দিয়ে লেকে ঘুরাঘুরি করতে নিষেধ করেন। ঘুরতে হলে বিকেলে পরিবারের লোকজন নিয়ে সাধারণ পোষাকে আসত বলেন।
এসময় শিক্ষার্থীদের চুলের বাহারি কাটিং দেখে সেলুনে গিয়ে সেগুলো কেটে ফেলতে বলেন। আর কখনো কলেজ টাইমে ক্লাস ফাঁকি দিয়ে লেকে ঘুরাঘুরি করতে না করেন।
ভবিষ্যতে যদি আবারও তাদের কলেজের সময়ে লেকে ঘুরাঘুরি করতে দেখে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়ে দেয়। পরে শিক্ষার্থীদের
কলেজের সময় শেষ হয়ে যাওয়ায় বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেয় ওসি মশিউর রহমান।