সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (জান্নাত):
বন্দরে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রতিপক্ষের সন্ত্রাসীরা হামলা চালিয়ে পিতা ও পুত্রকে এলোপাথারী ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করার খবর পাওয়া গেছে।
সন্ত্রাসী হামলায় আহতরা হলো নাজিম উদ্দিন ওরফে ডিপটি (৫০) ও তার ছেলে ইফাত ওরফে নয়ন (২৫)।
স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। ৪ জুন শনিবার সকাল ১১টায় বন্দর থানার ২০ নং ওয়ার্ডের মাহামুদনগর এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে আহতের বড় ভাই হাজী আব্দুল মতিন মিয়া বাদী হয়ে ভূমিদসূ জাহের আলিমসহ ৬ জনের নাম উল্লেখ্য করে ঘটনার ওই দিন দুপুরে বনন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর থানার মাহামুদনগর এলাকার মৃত ইউসুফ আলী ওরফে মরন বেপারী ছেলে হাজী আব্দুল মতিন মিয়া ও তার ছোট ভাই নাজিম উদ্দিন ওরফে ডিপটি সাথে একই এলাকার মৃত রহমত আলী মিয়ার ভূমিদসু ৪ ছেলে আলিম মিয়া, জাহের আলী, মনির হোসেন গংদের সাথে দীর্ঘ দিন ধরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল।
উক্ত বিরোধের জের ধরে উল্লেখিত ভূমিদসূঅ আলিম, জাহের, পিচ্ছি মনিরগং নিরিহ হাজী আব্দুল মতিন মিয়ার পৈত্রিক সম্পত্তী জোর পূর্বক দখল করার পায়তারা করে আসছে। এর ধারাহিকতায় ৪ জুন শনিবার বেলা ১১টায় নিরিহ হাজী আব্দুল মতিন মিয়া ও তার ছোট ভাই নাজিম উদ্দিন ওরফে ডিপটি তাদের পৈত্রিক সম্পত্তি আসলে ওই সময় উল্লেখিত ভূমিদসু ৩ ভাই ও তাদের বোন মাসুদা বেগমসহ ভূমিদসূ আলিম মিয়া সন্ত্রাসী দুই ছেলে হাসান ও হোসেনসহ অজ্ঞাতনামা ৪/৫ জন সন্ত্রাসী মিলে পৈত্রিক সম্পত্তী ছেড়ে দিবে র্মমে নিরিহ হাজী আব্দুল মতিন ও নাজিম উদ্দিন ওরফে ডিপটি মিয়ার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে।
ওই সময় নিরিহ দুই ভাই তাদের পৈত্রিক সম্পত্তী ছেড়ে দেওয়া কথা বললে ওই সময় উল্লেখিত ভূমিদসূরা ক্ষিপ্ত হয়ে নাজিম উদ্দিন ওরফে ডিপটি ও তার ছেলে ইফাত ওরফে নয়নকে বেদম ভাবে কুপিয়ে নগদ ১৬ হাজার ৩’শ ৫০ টাকা ছিনিয়ে নেয়। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।