সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (জান্নাত):
ফতুল্লায় মা ও বোনকে মারধর করার অভিযোগে শিমুল(৩৪) কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার গভীর রাতে তাকে ফতুল্লার দেওভোগ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত শিমুল ফতুল্লা থানার দেওভোগ মেয়র বাড়ী সংলগ্ন বসির আহম্মেদের পুত্র।
ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে ফতুল্লা থানার দেওভোগ এলাকায়। এ ঘটনায় মারধরের শিকার গ্রেফতারকৃতের বোন সুমা আক্তার (৩৩) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।
মামলায় উল্লেখ্য করা হয়, বিয়ের পর থেকে বাদী তার শ্বশুড়ালয়ে বসবাস করে। তার বাবার বাড়িতে বাদীর সম্পত্তি রয়েছে। সেই সম্পত্তির উপর ৩টি ঘর রহিয়াছে। সেই ঘরের একটিতে বাদীর মা নিলুফা বেগম (৫৬) একটি ঘরে থাকে। মাঝে মধ্যে বাদী তার মাকে দেখতে যাই। বাদীর ভাই গ্রেফতারকৃত শিমুল বাবার বাড়ীর সম্পত্তি থেকে বঞ্চিত সহ জোর পূর্বক দখল করার জন্য বাদীকে একাধিক বার হুমকি দিয়া আসতেছিলো।
এ নিয়ে গ্রেফতারকৃত শিমুল বাদীকে ৪/৫ মাস পূর্বে মারধর করে। বুধবার সকালে শিমুল তার মাকে মারধর করে। সংবাদ পেয়ে বিকেল চারটার দিকে বাদী বাসায় এসে মাকে মারার কারন জানতে চাইলে গ্রেফতারকৃত শিমুল বাদী কে ও মারধর করে।বাদীর কপালে ইট দিয়ে আঘাত করলে বাদীর চোখে লেগে মারাত্নক জখম হয়।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির (৪) জানায়, মা ও বোন কে মারধরের ঘটনায় বোন বাদী হয়ে মামলা দায়ের করেছে। মামলার আসামী শিমুল কে নিজ বাড়ী থেকে বুধবার রাতে গ্রেফতার করা হয়েছে। তাকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।