সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (জান্নাত):
ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকায় পেপসিকো কোম্পানী নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরের দল দোকান থেকে নগদ ৯ লাখ ৮৮ হাজার ৯০০ টাকা চুরি করে নিয়ে যায়। ওই প্রতিষ্ঠানটির সি.সি টিভির ভিডিও ফুটেজ থেকে চুরির ভিডিও ধারন করা হয়েছে। ওই ভিডিও ফুটেজ দেখে চোর সনাক্ত করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন থানা পুলিশের কাছে প্রতিষ্ঠানের পরিচালক আশরাফ আলী মৃধা (৩৬)।
মামলা দায়েরর পর পুলিশ রোববার (২৯ মে) ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া টাকার আংশিক টাকা উদ্ধারসহ এজাহারনামীয় আসামী মোঃ সাবির হোসেন (২০) কে গ্রেফতার করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির-৩ জানায়, চুরি যাওয়া টাকার আংশিক দুই লাখ ৭০ হাজার টাকা উদ্ধার সহ এজাহারনামীয় আসামী সাব্বিরকে হালুয়াগাটস্থ নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত সাবির হোসেন ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার মোঃ আকবর আলীর পুত্র মোঃ সাবির হোসেন।
মামলার সূত্রমতে, আশরাফ আলী মৃধা শিয়াচর তক্কার মাঠস্থ নজরুল ইসলামের সেভেন স্টার বিল্ডিংয়ের নীচ তলায় একটি গোডাউন ভাড়া নিয়ে পেপসিকো কোম্পানীর পরিবেশক হিসেবে ব্যবসা করে আসছিলেন। চলতি মাসের ১৬ তারিখে সাবির হোসেন সহকারী সেলসম্যান হিসেবে চাকুরী নেয়।
বৃহস্পতিবার (২৬ মে) রাত ১১টার দিকে ম্যানেজার শফিকুল ইসলাম গোডাউনে থাকা আলমারীর লকারে ৯ লাখ ৮৮ হাজার ৯০০ টাকা রেখে তা তালাবদ্ধ করে গোডাউনে তালা মেরে নিজ বাসায় চলে যায়।