সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক):
নারায়ণগঞ্জের ফতুল্লায় অপহরণ করে মুক্তিপণ দাবি করা পাঁচ কিশোরকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৬ মে) রাতে ফতুল্লা থানাধীন বক্তাবলী ফেরীঘাট ও মাসদাইর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থেকে দুটি ধারালো চাকু উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, ফতুল্লা থানাধীন ভোলাইল শান্তিনগর এলাকার মামুনের পুত্র মানিক (১৭) একই এলাকার রাসেদের পুত্র কাউছার (১৭), মাসদাইর ছোট কবরস্থানের সহোদর দুই ভাই ও এলু মিয়ার পুত্র সিফাত (১৯), উজ্জল (১৮) ও আশরাফের পুত্র মো. আশিক (১৭)।
পুলিশ জানায়, নরসীংপুর এলাকার বেকারী ব্যবসায়ী মীর হোসেন খানের পুত্র নাজমুল (১৫) ও কর্মচারী ফাহিম (১৮) ২৬ মে বিকেলে বক্তাবলী ফেরীঘাট এলাকায় ঘুরতে যায়। রাত সাড়ে সাতটার দিকে তারা সেখান থেকে চলে আসার পথে জাকিরের ইট খোলার সামনের রাস্তা থেকে গ্রেফতারকৃতরা অস্ত্রের মুখে জিম্মি করে তাদের পার্শ্ববর্তী একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে মারধর করে এবং বেকারী ব্যবসায়ী মীর হোসেন খানের নিকট ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপন হিসেবে দাবী করে।
বিকাশের মাধ্যমে রাত ৯ টার দিকে ৪ হাজার টাকা প্রদান করে। বিকাশের দোকান বন্ধের অজুহাত দেখিয়ে হাতেহাতে বাকী টাকা পরিশোধের প্রস্তাব দিলে গ্রেফতারকৃতরা টাকা নিয়ে জাকিরের ইট খোলায় নিয়ে আসতে বলে। পরে তারা কৌশল অবলম্বন করে লোকজন নিয়ে ঘটনাস্থলে গেলে গ্রেফতারকৃতরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেস্টা করলে মানিক ও কাউছার কে আটক করতে সক্ষম হয়। সংবাদ পেয়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে গ্রেফতার করে।
পরে তাদের স্বীকারোক্তি মতে পালিয়ে যাওয়া সিফাত, উজ্জল ও মো, আকাশ কে মাসদাইর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এ সময তাদের নিকট থেকে দুটি ধারালো চাকু উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বেকারী ব্যবসায়ী মীর হোসেন খান বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপু জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে তারা প্রতিনিয়ত বক্তাবলী ফেরীঘাট, মুন্সিগঞ্জ-পঞ্চবটী সড়ক সহ আশপাশের বিভিন্ন রাস্তায় ছিনতাই করে থাকে।