সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক):
নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে ধারালো অস্ত্র ও ককটেলসহ মহাসড়কে ডাকাতির সংঘবদ্ধ ডাকাত চক্রের ০৬ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১।
রবিবার (১৫ মে) গভীর রাতে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন সোনাখালী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে ধারালো অস্ত্র ও ককটেলসহ সংঘবদ্ধ ডাকাত চক্রের ০৬ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আজিজুল ইসলাম (১৮), মোঃ সাইফুল ইসলাম @ সাইদুর (২০), মোঃ হৃদয় (১৮), মোঃ তালিফ হোসেন (২৩), মোঃ রাজু আহম্মেদ (২২) ও মোঃ ফারুক (১৯)।
গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ডাকাতির কাজে ব্যবহৃত ০৩টি ককটেল, ০২টি চাইনিজ কুড়াল, ০১টি চাপাতি, ০২টি ছোড়া, ০২টি লোহার রড, ০৬টি টর্চ লাইট ও ০২টি লোহার পাইপ উদ্ধার করা হয়। এছাড়াও অধ্যাপক মাহবুব আলম এর নিকট হতে ডাকাতিকৃত তার ব্যবহৃত ০১টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, এই চক্রটি গত ১ এপ্রিল গভীর রাতে সোনারগাঁ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মাহবুব আলম এর পরিবারকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করেছিল।Attachments area