সকাল নারায়ণগঞ্জঃ
২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ মার্চ) সকাল ৯ টায় ফতুল্লা ওসমানী পৌর স্টেডিয়ামে এ অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক (ডিসি) মোঃ মঞ্জুরুল হাফিজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম (বার)।
কুজকাওয়াজে মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, স্কাউট ও বিভিন্ন স্কুল কলেজ/প্রতিষ্ঠানের কন্টিজেন্ট অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহেদ পারভেজ, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রকিবুজ্জামান সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।