সকাল নারায়ণগঞ্জঃ
সরকারি তোলারাম কলেজ ছাত্রলীগের বাদল-হেলাল পরিষদের আন্তঃক্রীড়া সম্পাদক, নারায়ণগঞ্জ কলেজের সাবেক ভিপি এবং জেলা তাতীঁ লীগের সদস্য সচিব মো. আলমগীর ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না রাজিউন)। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে সকাল নারায়ণগঞ্জ পরিবার।
রবিবার (১৩ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জ ইসলামি হার্ট সেন্টারে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৫২ বছর।
জানা যায়, ফতুল্লা থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মী সভা থেকে রাইফেল ক্লাবে, আরেকটি কর্মী সভায় যুক্ত হওয়ার সময় হঠাৎ বুকে ব্যাথা উঠে।
পরে তাকে নারায়ণগঞ্জ ইসলামি হার্ট সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সকাল নারায়ণগঞ্জ অনলাইন পোর্টাল এর সম্পাদক ও প্রকাশক ছায়ানুর তালুকদার, বার্তা সম্পাদক সিয়াম তালুকদার, সিনিয়র ফটো সাংবাদিক জামাল তালুকদার ও সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ আশিকুজ্জামান সহ সকলেই তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।