সকাল নারায়ণগঞ্জঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক এবিএম জাকারিয়া বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আজ জনগণের নাভিশ্বাস উঠছে। সাধারণ মানুষ বাজারে গিয়ে হিমশিম খাচ্ছে। টিসিবির পণ্যের ট্রাকে দীর্ঘ লাইন দিয়েও মিলছে না চাল-ডাল-তেল। উল্টোদিকে আপনার দলীয় লোক বলছে, মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে! ধিক্কার জানাই এসব বক্তব্যের। মাহে রমজানের আগেই দ্রব্যমূল্য রোধ করুন, নইলে ক্ষমতা ছাড়ুন।
আজ ১১ মে ২০২২ শুক্রবার বাদ জুমআ ডিআইটি চত্বরে দ্রব্যমূল্য রোধের দাবিতে নগর সভাপতি মুহা. নুর হোসেনের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
তিনি আরও বলেন, পবিত্র কুরআনে তথা ইসলামী শরিয়ায় মদকে হারাম ঘোষণা করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে আপনাদের নানা স্লোগান, রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তারপরও সেই মদকে বৈধতা দেওয়ার পায়াঁরা চলছে। স্পষ্ট বলে দিচ্ছি, মদের বৈধতা এদেশের ধর্মপ্রাণ মুসলমান কখনই মেনে নিবে না। সুতরাং সাবধান থাকবেন। এসকল দাবিতেই আগামী ৩১ মার্চ ঢাকায় জাতীয় মহাসমাবেশের ডাক দিয়েছে দলের আমীর হযরত পীর সাহেব চরমোনাই।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন, নাসিক সাবেক মেয়র পদপ্রার্থী মুফতি মাসুম বিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সিনিয়র সহ-সভাপতি শাহাদাত হোসেন খান, সহ-সভাপতি গিয়াসুদ্দিন মুহাম্মাদ খালিদ, সেক্রেটারি সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, প্রচার ও দাওয়া সম্পাদক বিলাল খান, অর্থ ও প্রকাশনা সম্পাদক মুহা. আমির হোসেন, মহিলা ও পরিবার বিষয়ক সম্পাদক মাও. আব্দুল হান্নান, ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি ডা. মুহা. মিজানুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মেহেদী হাসান, সিদ্ধিরগঞ্জ থানার সেক্রেটারি, হাফেজ মাও. আব্দুল্লাহ আল ফারুক, শহর শাখার সেক্রেটারি আব্দুর রহমান রোমান প্রধানসহ প্রমুখ নেতৃবৃন্দ।
নগর সভাপতি নুর হোসেন পীর সাহেব চরমোনাইর আহবানে আগামী ৩১ মার্চ জাতীয় মহাসমাবেশে প্রতিটি ওয়ার্ড থেকে হাজারো জনতা নিয়ে উপস্থিত থাকার জন্য উদাত্ত আহবান জানান।
বার্তা প্রেরক
মুহা. বিলাল খানপ্রচার ও দাওয়াহ সম্পাদক