সকাল নারায়ণগঞ্জঃ
পৃথক অভিযানে সোনারগাঁ ও বন্দর হতে ৪৩১ বোতল ফেন্সিডিলসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
মঙ্গলবার (৮ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ ও বন্দর থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। উক্ত পৃথক অভিযানে সোনারগাঁ থানা এলাকায় একটি প্রাইভেটকার তল্লাশী করে ৩৩০ বোতল ফেন্সিডিল এবং বন্দর থানাধীন মদনপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস তল্লাাশী করে ১০১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, প্রাইভেটকারের চালক কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন আলেয়ারচর এল্কার আব্দুল কুদ্দুসের ছেলে ইমন হাসান বাবুল (৩৫), কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন কালিকাপুর এলাকার মোরশেদ আলমের ছেলে মীর হোসেন (৩৮)।
উক্ত পৃথক অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি প্রাইভেটকার ও ০১টি যাত্রীবাহী বাস জব্দ করা হয়।