সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক):
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পুলিশের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) সকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম (বার)।
আরও উপস্থিত ছিলেন, জেলার নারী পুলিশ সদস্যগণ সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত আলোচনা সভায় নারী পুলিশ সদস্যদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন বিভিন্ন পদবীর নারী সদস্যরা। নারী দিবস উপলক্ষে প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলায় কর্মরত সকল নারী পুলিশদেরকে পুরস্কার ঘোষণা করেন।