সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ৩ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-১১।
শুক্রবার (৪ মার্চ) মদনগঞ্জ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কৈতরা এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মোঃ ইসমাইল হোসেন (৩২) ও কুমিল্লা জেলার কুঞ্জ শ্রীপুর এলাকার মো. আরিফুর রহমানের ছেলে মোঃ হাসানুর রহমান (২৫)।
শনিবার (৬ মার্চ) র্যাব-১১ এর মিডিয়া অফিসার মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৪ মার্চ) বন্দরে মদনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩ কেজি গাঁজাসহ মো. ইসমাইল হোসেন (৩২) এবং মো. হাসানুর রহমান (২৫) গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তারা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ মোটরসাইকেলে বিভিন্ন জেলা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।