সকাল নারায়ণগঞ্জঃ
বন্দর থানায় পুলিশের ওপেন হাউজ ডে সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ শে ফেব্রুয়ারী) বিকেল ৪টায় বন্দর থানার অডিটরিয়ামে এই ওপেন হাউজ ডে সভা অনুষ্ঠিত হয়।
ওপেন হাউজ ডে সভায় বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, আগের পুলিশিং নেই। আমরা আপনাদের সেবা মূলক পুলিশিং করার চেষ্টা করছি। সমাজের মধ্যে যারা নির্যাতিত নিপিরনের শিকার তারা অবশ্যই পুলিশের সেবা গ্রহন করবেন পুলিশ আপনাদের সব সময়ে সেবা দেওয়ার জন্য প্রস্তুত।
তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ীদের কোন ছাড় নেই। আপনারা আমাদেরকে তথ্য দিন আমরা ব্যবস্থা গ্রহন করব। পুলিশের হেন্ডকাপ একবার হাতে পরলে তাকে আর ছাড় নাই।
ওপেন হাউজ ডে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বন্দর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মহসিন, থানার সেকেন্ড অফিসার এসআই মোদাচ্ছের হোসেন, ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার, ২১ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মোঃ শাহিন, ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মোখলেছ চৌধুরী, বন্দর প্রেসক্লাবের সহ-সভাপতি আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক জি.এম. সুমন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন, সাংবাদি শেখ আরিফ, সমাজ সেবক সিরাজ মাহাজন, মোঃ সালাম, ২১ নং ওয়ার্ডের সাজ সেবক সগির আহাম্মেদ প্রমূখ।