সকাল নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধাণের আনিত দূর্নীতি ও কারচুপির অভিযোগ আমলে নিয়ে ২১ কার্যদিবসের মধ্যে বর্তমান নির্বাচিত কাউন্সিলর আবুল কাউসার আশাসহ আরো ৩জনকে কারন দর্শানোর নির্দেশ দিয়েছে নির্বাচনি ও যুগ্ম জেলা জজ আদালত।
গত ২৩ ফেব্রুয়ারি বিচারপতি এস এম মাসুদ জামানের বেঞ্চে এ আদেশ দেয়া হয়। এর আগে দুলাল প্রধাণ তার প্রতিদ্বন্দ্বী ২প্রার্থী আবুল কাউসার আশা, হান্নান ও নবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রের প্রিজাটিং অফিসারসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। এতে তিনি উল্লেখ করে নবীগঞ্জ উচ্চ বালিকা স্কুলের ২টি কেন্দ্রে প্রিজাটিং অফিসারের সহয়তায় অর্থের বিনিময়ে সূক্ষভাবে কারচুপি ও অবৈধভাবে দুলাল প্রধাণকে পরাজিত করা হয়।
অভিযোগ উঠে দুলাল প্রধাণের লাটিম প্রতিকধারী পোলিং এজেন্টকেও নানাভাবে জাল সাক্ষরের মাধ্যমের ভোটের সংখ্যা পরিবর্তন করা হয়।এবং এর আগেও লাটিমের ভোটারদের ও কক্ষে প্রবেশ করতে দেয় নি আবুল কাউসার আশা গং। এতে করে পরিকল্পিত ভাবে দুলাল প্রধাণকে পরাজিত করা হয়।
এনিয়ে দুলাল প্রধাণ আদালতে কাউন্সিলর আবুল কাউসার আশার অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে কোর্টে পিটিশন দায়ের করলে আদালত তা আমলে নিয়ে কাউন্সিলর আশা ও আরো ৩জনকে কারন দর্শানোর নির্দেশ দেয়।