সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও চ্যারিটি রাইট বাংলাদেশ এর যৌথ উদ্যোগে সুবিধা বঞ্চিতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) সকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম (বার), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চ্যারিটি রাইট বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর আশফাক মোহাম্মদ জামান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা পুলিশ এবং চ্যারিটি রাইট বাংলাদেশ এর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ।