সকাল নারায়ণগঞ্জঃ
বন্দরের কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী একাধিক মামলার আসামী সৈয়ালবাড়ি ঘাটের দেলোয়ার হোসেনের পুত্র শিপলু (২৬) দিনে দিনে বেপরোয়া হয়ে উঠেছে। কিছু দিন পরপর এলাকায় অশান্তি ও ত্রাস বিস্তার করে চলেছে।
আজ বৃহস্পতিবার ১৭ ফেব্রুয়ারী বেপরোয়া শিপলু সকাল সাত ঘটিকায় অস্ত্র নিয়ে একজন প্রবিণ সাংবাদিক ফিরোজ খানের বাড়ির সামনে এসে প্রাণ নাশের হুমকি দিয়েছে। পরে ঐ সাংবাদিক নিজে বাদি হয়ে বন্দর থানায় একটি সাধারণ ডায়রি দায়ের করেন। যার নম্বর ৭৭২।
একাধিক মামলার আসামী হয়েও এলাকায় মাদক ব্যবসা সহ বিভিন্ন অপকর্ম করে চলেছে। সে প্রকাশ্য অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে বেড়ায়।
এলাকার মানুষ শিপলুর বিরুদ্ধে সামজিক ও প্রশাসনিক প্রতিকার দাবি করে বলেন সচল প্রশাসন শিপলুর জন্য নিরব প্রশাসনের ভূমিকা পালন করছে।