সকাল নারায়ণগঞ্জঃ
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ নারায়ণগঞ্জ জেলা শাখার ৫৫ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) বিকেলে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটিতে আলহাজ্ব মোঃ নাসির উদ্দিনকে আহবায়ক ও মোঃ সাঈদ হাসান ইমনকে সদস্য সচিব করে নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী লীগের এ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
এ আহবায়ক কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ন আহবায়ক এস এফ এস মোঃ মনিরুল ইসলাম সিদ্দিকী, মোঃ মাইনুদ্দিন মিয়া, মোঃ আওলাদ হোসেন, এস.এম তাজউদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শহিউদ্দিন মিয়া, মোঃ শফিকুল ইসলাম, মোসলেম উদ্দিন মুসা, ফারজানা আক্তার, মোঃ বদরুদ্দিন মিয়া।
সদস্যরা হলেন, বনার্ মিজার্, তামান্না আক্তার তিন্নি, মোঃ রিপন খান, মোঃ মশিউর রহমান, মোঃ মমিনুল ইসলাম, এম এস মুখদুমী মিল্কিন, মোঃ সোনা মিয়া, সাইফুল ইসলাম শিপলু, মোস্তফা হামিদ বাপ্পী, আয়েশা আক্তার, নূর মোহাম্মদ, মোসা: লায়লা আক্তার, মোঃ কামাল হোসেন, মোঃ খালিদ শাহ, শেখ মোঃ হাফিজ, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ জুলহাস মিয়া, তিথী আক্তার, মোঃ দেলোয়ার হোসেন, পারুল আক্তার, মোঃ খোরশেদ মিয়া, মোঃ রোমান, মামুনি আক্তার, জিতু মাহামুদ, সাজন চন্দ্র সাহা, ফয়সাল আওলাদ নাঈম, আমিন উদ্দিন লিপু, মোঃ রাকিব হোসাইন, মোঃ বাবুল হাওলাদার, মৌসুমী আক্তার, সাইফুল ইসলাম মাসুদ, মোঃ হেলাল হাজারী, সুবর্ণা হক, টুম্পা মারাক, মোঃ জাহাঙ্গীর আলম ভূইঁয়া, মোঃ হিমেল, মোসলেম উদ্দিন মুসা, মোঃ শফিকুল ইসলাম, জাদব বর্মন, মোঃ হারুন খলিফ, শেখ জামান, মোঃ শাহাদাত হোসেন, মোঃ মোমেন মিয়া ও মোঃ আলাউদ্দিন মিয়া।
কমিটি অনুমোদন প্রসঙ্গে জেলা মৎস্যজীবী লীগের সংগ্রামী আহবায়ক নাসির উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। জেলা কমিটির তৃণমূলের যে স্বপ্ন ও আশা ছিল নেত্রী আমাদের হতাশ করেননি। আমাদের জননেত্রী শেখ হাসিনা তৃণমূল কর্মীদের হৃদয়ের স্পন্দন শুনে নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী লীগকে আমাদের হাতে তুলে দিয়েছেন। এজন্য আমরা তার প্রতি চিরকৃতজ্ঞ। এছাড়াও জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ জানে আলম সেলিমের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি তিনি আমাদের সার্বক্ষণিকভাবে সহযোগিতা করেছেন।