সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ-৫ আসনের বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মরহুম সংসদ নাসিম ওসমানের একমাত্র পুত্র আজমেরী ওসমানের বিরুদ্ধে রাজনৈতিক একটি প্রতিপক্ষ একের পর এক অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তাদের মাধ্যমে প্রভাবিত হয়ে কিছু কিছু গণমাধ্যম তার বিরুদ্ধে অসত্য তথ্য দিয়ে সংবাদ প্রচার করছে।
গত রবিবার দুপুরে তিনি তার সোশ্যাল মিডিয়া ফেইসবুক পেইজে দু: প্রকাশ করে লিখেছেন তবে দু:খজনক হলেও সত্যি, বেশ কয়দিন ধরেই বিভিন্ন সূত্রকে মাধ্যম করে আমাকে ও আমার পরিবারকে জড়িয়ে কোথাও কোথাও কুরুচিপূর্ণ ও বিভ্রান্তকর তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে। যা আমার ও আমার পরিবারের জন্য অত্যন্ত মানহানিকর। সম্প্রতি একটি পত্রিকা অফিসে হামলা ও হুমকির ঘটনায়ও আমাকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে, যা অত্যন্ত বেদনাদায়ক।
প্রকৃতপক্ষে আমার পিতা একজন বীর মুক্তিযোদ্ধা যিনি বঙ্গবন্ধু হত্যার সময় নিজ বিবাহিত স্ত্রীকে রেখে হত্যার বিচারের দাবিতে ছুটে গেছেন। নারায়ণগঞ্জের মানুষের ভালবাসায় তিনি চারবার সংসদ সদস্য হয়েছেন। তিনি শুধু নারায়ণগঞ্জের মানুষকে নিয়ে ভেবেছেন। তিনি ছিলেন গণমানুষের নেতা। সে সুবাদে একটি রাজনৈতিক পরিবারে জন্ম হওয়ায় অসংখ্য শুভাকাঙ্খী ও সমর্থক আমাদের রয়েছে। তাই বলে যেকোন কিছুতেই আমাকে জড়ানো যুক্তি ও ন্যায় সঙ্গত নয়।
এক রাজনীতিবিদের ভাষ্যমতে কিছু পাপী জ্ঞানীদের যন্তনায় নারায়ণগঞ্জবাসি শান্তিতে বসবাস করতে পারছে না। তারা মনে করেছন তারাই সব বুঝেন, তাই সবাই তাদের থেকে জ্ঞান নিয়ে চলতে হবে। রাজনীতিতে জ্ঞান প্রাপীদের যন্তনায় নেতারা হাবুডাবু খাচ্ছেন। তেমনই জ্ঞান দিতে দিতে এমন এক পর্যায়ে এসে দাড়িয়েছে যে, বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের মধ্যে নারায়ণগঞ্জ জেলায় খান সাহেব ওসমান পরিবার অন্যতম এক পরিবার তাদের বংশধররাও এদের থেকে রেহাই পাচ্ছে না। তাদের বিরুদ্ধে ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
পরিশেষে একটা কথাই বলতে চাই তরুন ও তারুন্যের অহংকার আজমেরী ওসমানের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করা হউক না কেন নেতাকর্মী সহ সাধারন মানুষ এর বিরুদ্ধে রুখে দাড়াবেই।