সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) এর নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ গ্রহণ করেছেন।
বুধবার (৯ ফেব্রুয়ারী) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সংযুক্ত হয়ে নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভীকে শপথ বাক্য পাঠ করান।
একই অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) এর নবনির্বাচিত কাউন্সিলররাও শপথ নেন।
কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
এসময় নাসিক সংরক্ষিত মহিলা আসনে ১০,১১ ও ১২নং ওয়ার্ডে দ্বিতীয়বারের মতো নির্বাচিত মহিলা কাউন্সিলর আয়শা আক্তার দিনা শপথ গ্রহণ করেছেন।