সকাল নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের ফতুল্লায় অগ্নিকান্ডের ঘটনায় দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ফতুল্লা বাস স্ট্যান্ড সংলগ্ন ডি.আই.টি মাঠ এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
প্রতক্ষ্যদর্শীরা জানান, বেলা সাড়ে ১১ টার দিকে বিকট একটি শব্দ হয়। এর পরপর ডি.আই.টি মাঠে অবস্থিত পেয়ার চৌধুরীর মালিকানাধীন পুরান কাপড়ের গোডাউন ও নজরুলের লেপ তোষক তৈরির দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেস্টা করলে, পরে বিসিক শিল্পনগরীর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রনে আনে।
বিসিক শিল্পনগরীর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলম হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।