সকাল নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে শহরের প্রাণকেন্দ্র চাষাড়া থেকে শুরু করে ২নং রেলগেইট সহ আরও বিভিন্ন মেইন পয়েন্টে এই ব্যাটারিচালিত রিকশা, অটো ও সিএনজির কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
অপরদিকে চাষাড়া ট্রাফিক ফাড়ির উল্টো পাশে শহীদ মিনারের সাথে অবৈধ সিএনজি স্ট্যান্ড ও সোনালী ব্যাংকের সামনে সিএনজি স্ট্যান্ড এবং চাষাড়া সুগন্ধ্যা বেকারীর সামনে অটো স্ট্যান্ড ও ২নং রেল গেইট এর সামনে অবৈধ স্ট্যান্ড করার কারণে সৃষ্টি হয় যানজটের।
শুসীল সমাজ, রোগী ও ভুক্তভোগীদের দাবী, এসব অবৈধ স্ট্যান্ড বন্ধ না শহরে যানজট ও দূর্ঘটনা বন্ধ করা সম্ভব হবে না।
এবিষয়ে ট্রাফিক ওসি কামরুল বলেন, যানজট নিরসনে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। আর যেসব অবৈধ স্ট্যান্ড এর কারণে যানজট লাগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।