সকাল নারায়ণগঞ্জ
বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ এসোসিয়েশন এর উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা কমিটি পূর্ণগঠন ও সম্মেলন অনুষ্ঠিত হয়।
শুক্রবার ৪ঠা ফেব্রুয়ারি বিকেলে নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা সিটি পাঠাগার ও মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইমন বয়লার ইন্ডাঃ লিঃ শুকসি রোড গলাকাটা এর এমডি নাসির উদ্দিন।
সম্মেলনে নারায়ণগঞ্জ জেলার ৪১ সদস্য বিশিষ্ট কমিটি পূর্ণগঠন করা হয়। এ ছাড়াও সম্মেলন শেষে প্রশিক্ষিত ও দক্ষ ২০জন বয়লার পরিচালকদের মাঝে সনদ বিতরণ করেন অতিথিবৃন্দ।
সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ এসোসিয়েশন একটি অরাজনৈতিক সেবা ও কল্যাণময় সংগঠন। এই এসোসিয়েশনের সকল সদস্যদের ভালো মন্দ ও সুবিধা-অসুবিধা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ মূল্যায়ন করে থাকেন। যার ফলে সকল বয়লার পরিচালক সম্মানের সাথে নিজ নিজ কর্মক্ষেত্রে দক্ষতার সাথে কাজ করে সুনাম অর্জন করছেন। এছাড়াও যদি কোন কোম্পানীতে কোন দূর্ঘটনার ফলে হতাহতের মত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেক্ষেত্রে আমরা বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ এসোসিয়েশন সবার আগে জণকল্যানে এগিয়ে যাই। আমাদের লক্ষ ও উদ্দেশ্য শুধু বয়লার সংশ্লিষ্ট কাজের পরিচালকদের উন্নয়নে কাজ।
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্টিফটেক ইন্টারন্যাশনাল এর পরিচালক ও মীরসরাই এসোসিয়েশন এর পৃষ্ঠপোষক মোঃ আলমগীর হোসেন, বাংলাদেশের ওয়াকার্স পার্টি নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, এমএন ইঞ্জিনিয়ারিং এন্ড কন্সট্রাকশন এর মোঃ ইঞ্জিনিয়ার মোঃ নজরুল ইসলাম, পপুলার ডায়াগনোস্টিক সেন্টার নারায়ণগঞ্জ এর সিএসও মোঃ সেলিম উদ্দিন, আরএসবি গ্রুপ সিইপি জেট মোঃ রেজাউল করিম খোকন, হোটেল ইন্টার কন্টিমেন্টাল লিঃ এর মোঃ গিয়াস উদ্দিন করিম, ওসমান গ্রুপের ইউটিলিটি ইনচার্জ মোঃ নিজাম উদ্দিন, ক্রোনী গ্রুপ বয়লার এস্কিকিউটিভ মোঃ সালামত সুমন, কার্যকরী সভাপতি মোঃ শহিদুল ইসলাম মিলন ভূইয়া, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মোঃ নূর ইসলাম, সহ সভাপতি শহিদুল ইসলাম রিপন, মোঃ ছলিমুল্লাহ দুলাল, সিনিয়র সহ সাধারণ সম্পাদক মোঃ মুসলে উদ্দিন মুসলো, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মুসলিম উদ্দিন, সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম, মোঃ মুক্তার হোসেন, আবির ফ্যাশনের বয়লার ইনচার্জ মোঃ শাহ আলম, বয়লার সুপার ভাইজার মোঃ সিরাজুল ইসলাম, সিনিয়র বয়লার পরিচালক মোঃ সোহেল, সহ অর্থ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নূর নবী, সাংস্কৃতি সম্পাদক মোঃ ফারুক, ঢাকা জেলার সভাপতি মোঃ নূর আলম, চট্টগ্রাম জেলার সভাপতি মোঃ সালাউদ্দিন রাসেল, সিনিয়র সহ সভাপতি মোঃ কামরুজ্জামান রাজু, ঢাকা জেলার সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ ইকবাল শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ নূর নবী। সম্মেলন শেষে সকল মৃত বয়লার পরিচারকদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।