সকাল নারায়ণগঞ্জ
রহিম আজিজ নিট স্পিন লিমিটেড (সুয়েটার ডিভিশন) কারখানায় এবার অবৈধভাবে ৫৯ জন শ্রমিককে সাময়িকভাবে বরখাস্ত করেছে কারখানা কতৃর্পক্ষ।
গত (২০ জানুয়ারী) বিকেল ৫টায় শ্রমিকরা কারখানার গেটে একটি লে—অফ এর নোটিশ দেখতে পেলে শ্রমিকদের মাঝে সৃষ্টি হয় অসন্তোষ। অবৈধভাবে শ্রমিকদের মাঝে এ লে—অফটি চাপিঁয়ে দেন কারখানা কতৃর্পক্ষ।
এরপর, গত ২৭ জানুয়ারী পূণরায় আরেকটি নোটিশ দেয় কারখানা কতৃপক্ষ। এই নোটিশে ৫৯ জন শ্রমিককে সাময়িক বরখাস্তসহ কারন দর্শানোর নির্দেশনা দেয়া হয়। এতে করে শ্রমিকদের মাঝে আরো তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। যে কোন সময় বিসিকসহ ফতুল্লা শিল্পাঞ্চলে দেখা দিতে পারে শ্রমিক অসন্তোষ। এ বিষয়টি দ্রুত সমাধানের জন্য জরুরী পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন বিভিন্ন শ্রমিক সংগঠন।
জানা যায়, বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারী) সকাল ১১টায় কলকারখানা অধিদপ্তর কার্যালয়ে মালিক প্রতিনিধি, বিকেএমইএ এর প্রতিনিধি, শ্রমিক প্রতিনিধি এবং কলকারখানা অধিদপ্তরের শ্রম কর্মকতার্বৃন্দরা এক বৈঠক করেন। আগামী ১০ ফেব্রুয়ারী কলকারখানা অধিদপ্তরে চূড়ান্তভাবে লে—অফ এবং সাময়িক বরখাস্তের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে বৈঠকে জানান কর্তৃপক্ষ। তবে বৈঠকে ৫৯ জন শ্রমিকদের আগামী ১০ ফেব্রুয়ারী পর্যন্ত আপাতত সাময়িক বরখাস্ত স্থগিত করা হয়।
প্রসঙ্গত, ২০ জানুয়ারী এনআর গ্রুপের রহিম আজিজ নিট স্পিন লিমিটেড (সুয়েটার ডিভিশন) কারখানায় কাজ না থাকায় মৌখিকভাবে বুধ ও বৃহস্পতিবার কারখানা ছুটি ঘোষণা করেন কর্তৃপক্ষ। পরে শনিবার সকালে শ্রমিকরা যথাসময়ে কর্মস্থলে এলে প্রধান গেটে প্রায় ৪শ’ শ্রমিকের ৭ দিনের সাময়িক বরখাস্তসহ কারণ দর্শানোর নোটিশ দেখতে পায়।
এতে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠে। এ সময় স্থানীয় ঝুট সন্ত্রাসীরা শ্রমিকদের মারধর ও হুমকি প্রদর্শন করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। পরে রোববার দুপুরে কারখানার কয়েকশ শ্রমিক নারায়ণগঞ্জ শহিদ মিনারের সামনে এই বিক্ষোভ—সমাবেশ করেন এবং তারা বন্ধ কারখানাটি খুলে দেয়ার দাবি জানান।